01581442552

Conditional Sentence

John Doe September 16, 2024

মূলত If/Unless যুক্ত Sentence- কে Conditional Sentence বলা হয়। তবে Had/were দিয়ে বাক্য শুরু হয়ে যখন If এর অর্থ দেয় তখন সেগুলো দ্বারাও Conditional Sentence হয়। Conditional Sentence এর দুটি Part থাকে। একটি হচ্ছে Condition Part বা if clause বা sub-ordinate clause যাতে শর্ত দেয়া থাকে এবং অন্যটি হচ্ছে Result part বা main clause যাতে if clause-এর শর্ত পূরণ বা ফলাফল উল্লেখ থাকে। Conditional Sentence গুলো Complex Sentence হয়ে থাকে।

 

Kinds of Conditional Sentence

Conditional Sentence মূলত চার প্রকার যথাঃ

  1. Zero Conditional
  2. First Conditional
  3. Second Conditional
  4. Third Conditional

Zero Conditional

01. Zero Conditional: If clause টি Present Indefinite এবং main clause টিও যদি Present Indefinite হয় তখন সেটি Zero Conditional.
☞ If+ Present Indefinite+ Present Indefinite
Example:
1. If he gets, he eats.
2. If we heat ice, it melts.

First Conditional

02. First Conditional: If যুক্ত clause টি যদি Simple Present tense হয়, তবে পবরর্তী clause টি Future tense হয়।
☞ If Clause (Simple Present), Main Clause (Will/shall/can/may + verb এর base form)
Example:
01. যদি ধূমপান বন্ধ করা হয়, তবে জীবন স্বাস্থ্যময় হবে। ☞ If smoking is banned, life will become healthy.
02. যদি তুমি শরীরচর্চা কর, তবে তুমি আরো ভালো অনুভব করবে। ☞ If you exercise, you will feel better.
03. যদি বিশৃংখলা থাকে, তবে উন্নয়ন হবে না। ☞ If there is chaos (ক্যায়স), there will not be development.
04. যদি আমি তোমার অবস্থা জানি, আমি তোমাকে সাহায্য করবো। ☞ If I know your situation. I will help you.
05. যদি বৃষ্টি হয়, তবে আমি বের হবো না। ☞ I will not go out, if it rains.
06. যদি দাম কমে, তবে চাহিদা বাড়বে। ☞ If the price is low, demand will increase.
07. যদি তুমি দেরী করো, তবে ট্রেন হারাবে। ☞ If you make delay, you will miss the train.
08. যদি তাড়াতাড়ি না করো, তবে প্লেন ধরতে পারবে না। ☞ If you don't hurry, you will miss the plane.

Second Conditional

03. Second Conditional: If যুক্ত Clause-এ যদি verb-টি past form (be verb = were)-এ হয়, তবে পরবর্তী clause would/could/might এর পর verb এর base form হয়।
☞ If Clause (Simple Past), Main Clause (would/should/could/might + verb এর base form)
Example:
01. যদি বিশৃংখলা থাকতো, তবে উন্নয়ন হতো না = If there were chaos, there would not be development.
02. যদি আমি তোমার অবস্থা জানতাম, তবে আমি তোমাকে সাহায্য করতাম। If I knew about your situation, I would help you.
03. যদি ঔষধের দাম সস্তা হতো, গরীব লোকেরা কিনতে সক্ষম হত। If price of medicine were cheap, poor people Could afford it.
04. যদি আমি তোমার ঠিকানা পেতাম, তবে আমি তোমাকে আমন্ত্রণ করতাম। = If I found your address, I would send you an invitation.
05. যদি আমার অনেক টাকা থাকতো, তবে আমি এখানে থাকতাম না। If I had a lot of money, I wouldn't stay here.
06. যদি আমরা একটি বড় শহরে বাস করতাম, তবে আমাদের প্রতিদিন দূষিত বাতাস গ্রহণ করতে হতো না। - If we didn't live in a big city, we would not have to breathe polluted air every day.
07 যদি সে কঠোর পরিশ্রম করতো, তবে সে তার লক্ষ্যে পৌঁছতো। = If he tried harder, he would reach his goals.
08. যদি জুতোগুলো মানান সই হতো, তবে আমি ঐ গুলো কিনতাম। = If the shoes fitted, I would buy these.

Third Conditional

04. Third Conditional: If clause-এ যদি (had + V3) হয়, তবে পরবর্তী clause-এ would/could/might + have + verb এর past participle form হবে ।
☞ If Clause (Past Perfect) (had + V3), Main Clause (would/should/could/might + have+ V3)
Example:
01. যদি আমি তার ঠিকানা পেতাম, তবে আমি তাকে আমন্ত্রণ পাঠাতাম । = If I had found her address. I would have sent her an invitation.
02. যদি সে আরো কঠোর পরিশ্রম করতো, তবে সে তার লক্ষ্যে পৌঁছতো। = If he had tried harder, he would have reached his goals.
03. যদি সে আরো কঠোর পড়াশুনা করত, তবে সে ভাল করত। = If he had Studied harder, he would have done well.
04. যদি গত রাতে তুমি party তে আসতে, তবে তুমি আমার চাচাত বোন-এর সাথে সাক্ষাত করতে। = If you had come to the party last night, you would have met my cousin.
05. যদি তুমি কারখানাটির কাছে বাস করতে, তবে তুমি বিস্ফোরণটির শব্দ শুনতে। = If you had lived near the factory, you would have heard the sound of the explosion.
06. যদি আমরা রেডিওটি শুনতাম, তবে খবরটি আমরা শুনতে পেতাম। = If we had listened to the radio, we would have heard the news.
07. যদি আমাদের দলটি আরো ভাল ভাবে প্রস্তুতি নিতো, তবে আমরা ম্যাচটি জিততাম। = If our team had prepared more intensively, we would have won the match.
08. যদি আমি বিপদটি টের পেতাম, তবে তোমাকে আমি সেখানে যাওয়ার অনুমতি দিতাম না। = If I had Sensed the danger, I would not have let you go there.
09. যদি আমরা একটি বড় শহরে বাস না করতাম, তবে আমরা প্রতিদিন দূষিত বাতাস গ্রহণ করতাম না । = If we had not lived in a big city, we would not have breathed polluted air every day.
10. যদি চালকটি ফোন কল না ধরতো, তবে দূর্ঘটনা ঘটতো না। = If the driver had not received the call, the accident would not have occurred.
11. যদি আমি তোমার অবস্থায় থাকতাম, তবে সত্য কথাটি বলতাম। = If I had been in your situation, I would have told the truth.

Some Other Important Structures

✔ Rule-01: Were/Had + subject + others + অপর clause টি হবে-Subject + would/could/might + verb এর base form + others.
Example:
1) Were they studious, they could obtain the degree.
2) Had I much money, I would buy a car.
➤ Improbable or Imaginary Condition (অসম্ভব বা কাল্পনিক শর্ত)

✔ Rule-02: Had+sub + v.p.p + others অপর clause টি হবে- Subject + would/could/might + have + v.p.p + others.
Example:
1) Had she found the right buyer, she might have sold the house.
2) Had they given money to the people, they would have made them happy.

✔ Rule-03: In Case: in case কোন শর্ত বুঝায় না; যেখানে কাজটি কোন কিছুর উপর নির্ভর করে না, সেখানে In Case বসে আর নির্ভর করলে If বসে।

 

Share This

The Tense

John Doe September 16, 2024

Kinds of Sentence

John Doe September 16, 2024

Degree of Comparison

John Doe September 16, 2024

The Tense

John Doe September 16, 2024

Tag Question

John Doe September 16, 2024

Kinds of Sentence

John Doe September 16, 2024